সিডর সুমন ‘মৃত্যুর পথ’ ছবিতে অভিনয় করেছেন।
News Category:
আলী মনসুর
‘রূপবান’ ছবির রহিম খ্যাত অভিনেতা আলী মনসুর। তিনি চলচ্চিত্র পরিচালনা, চিত্রনাট্য ও গীত রচনার সাথে সম্পৃক্ত ছিলেন। তার পরিচালিত ছবিগুলো হল ফোক-ফ্যান্টাসি ধারার ‘মহুয়া’ ও নাটকীয় ধারার ‘জানাজানি’। এছাড়া তিনি ‘আমির সওদাগর ও ভেলুয়া সুন্দরী’ ছবির কাহিনি রচনা করেন।