চিত্রনায়িকা ইমু চলচ্চিত্রে পদার্পন করেন রিকিয়া মাসুদো পরিচালিত দ্য স্টোরি অব সামারা’তে অভিনয়ের মাধ্যমে। ছবিটি ২০১৫ সালে মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে আমান রেজা অভিনয় করেন।
News Category:
রোহান
ঢাকার ধামরাইয়ের ছেলে রোহানের প্রথম চলচ্চিত্র মঈন বিশ্বাস পরিচালিত রোমান্টিক অ্যাকশন ছবি পাগল তোর জন্য রে। এ ছবিতে তার বিপরীতে এক সময়ের জনপ্রিয় নায়িকা তামান্না অভিনয় করেন। অবশ্য প্রথম ছবিতে তার নাম ইরফান খান হিসেবে ব্যবহৃত হয়েছিল। পরবর্তীতে তিনি তার দ্বিতীয় চলচ্চিত্র ‘বুলেট বাবু’তে অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন এবং এ ছবিতে রোহান নাম গ্রহণ করেন। এ ছবিটিও মঈন বিশ্বাস পরিচালনা করে। রোহানের তৃতীয় ছবি মঈন বিশ্বাস পরিচালিত ‘মার ছক্কা’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
জনপ্রিয় চিত্রনায়ক মান্নার ছবি দেখতে দেখতেই নায়ক হওয়ার ইচ্ছে তৈরি হয়েছিল রোহানের মনের ভেতর। সেই ইচ্ছে থেকে তিনি অভিনয় শেখার জন্য গাজী রাকায়েত পরিচালিত ‘চারুনীড়ম থিয়েটার অব অ্যাকটিং স্কুলে’ ভর্তি হন রোহান। ২০০৮-২০০৯ দুই বছর এই স্কুলে অভিনয় শিখেন এবং তার নির্দেশনায় মঞ্চ নাটকে অভিনয় করেন। পরে নাচ এবং মারামারির প্রশিক্ষণ গ্রহণ শেষে তিনি চলচ্চিত্রে অভিনয়ে অভিষিক্ত হন।
সূত্র:
১. প্রথমবার্তা
অরিন
অরিন ‘ছিন্নমূল’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন। তার অন্যান্য ছবিগুলো হল ‘ফিফটি ফিফটি লাভ’, ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’, ‘বেগমজান’, ও ‘রংবাজি – দ্য লাফাঙ্গা’।
মীর নওফেল আশরাফী জিসান
মীর নওফেল আশরাফী জিসান ‘মনের মানুষ’ ও ‘ইতি তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ওটিটিতে তিনি ‘কারাগার’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের নজর কাড়েন।
প্রিয়াংশু চ্যাটার্জী
প্রিয়াংশু চ্যাটার্জী ভারতীয় অভিনেতা। ২০০১ সালে ‘তুম বিন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তার হিন্দি চলচ্চিত্রে অভিষেক ঘটে। বলিউড ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করলেও তিনি একাধিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন। তিনি ঢালিউডে ‘মনের মানুষ’ ছবিতে অভিনয় করেছেন।