News Category:
ফারুক হোসেন
ফারুক হোসেন একজন কাহিনিকার ও চিত্রনাট্যকার। তিনি ‘সুলতানা বিবিয়ানা’, ‘রক্ত’, ‘কালো মেঘের ভেলা’, ‘প্রিয়তমা’ ছবির লেখক।
সালাহউদ্দিন লাভলু
সালাহউদ্দিন লাভলু (Salauddin Lavlu) একজন বাংলাদেশি অভিনেতা, নাট্যকার এবং চলচ্চিত্র পরিচালক। তাঁর হাস্যরসাত্মক অভিনয়, পরিচালিত নাটক ও চলচ্চিত্রগুলো বাংলাদেশের দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়। ‘মোল্লাবাড়ির বউ’ তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। তবে তিনি নিয়মিত নাটক পরিচালনা করেন।
লাভলুর শিক্ষাগত যোগ্যতা রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস, ঢাকা বিশ্ববিদ্যালয়।
হাসান মতিউর রহমান
হাসান মতিউর রহমান একজন সঙ্গীত পরিচালক ও গীতিকার। তিনি ‘আয়না সুন্দরী’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এবং ‘চার সতীনের ঘর’, ‘মমতাজ’ ও ‘আয়না সুন্দরী’ ছবির গান লিখেছেন।
জাহাঙ্গীর আলম
জাহাঙ্গীর আলম একজন শব্দগ্রাহক। তিনি ‘মিস লোলিতা’, ‘ভুলনা আমায়’, ‘লাঠি’, ‘ভয়ংকর বিষু’, ও ‘মটি আমার মা’ ছবির শব্দগ্রহণ করেছেন।
শিপন মিত্র
শিপন মিত্র (Shipon Mitra) সৈকত নাসির পরিচালিত দেশা দ্য লিডার ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পদার্পন করেন। অত্যন্ত সুদর্শন এই তরুণ প্রথম ছবিতেই সকলের দৃষ্টি কাড়তে সক্ষম হন।
শিপনের চলচ্চিত্রে আগমনের গল্পটি চমকপ্রদ। তিনি ফিল্ম নিয়ে মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছিলেন। সেখান থেকে ‘আরাধনা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছিল। কণ্ঠশিল্পী ইমরান ও নির্ঝরের গাওয়া গানটিতে শিপন মডেল হিসেবে ছিলেন। গান দেখেই চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু তাকে পছন্দ করেন। তারপর এক রেস্তোরায় সৈকত নাসির ও বাবুর সাথে সাক্ষাত হয় শিপনের। তাদের প্রস্তাবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন শিপন।
প্রথম ছবিতে দর্শক গ্রহণযোগ্যতা পেলেও নিজেকে তৈরী করতে আগ্রহী শিপন ভারতে অভিনেতা অনুপম খেরের কাছে অভিনয় প্রশিক্ষন নিতে গমন করেন।
শিপনের ফেসবুক প্রোফাইল: Shipan Mt
আবদুস সামাদ খোকন
বাংলাদেশের চলচ্চিত্র জগতের অতি পরিচিত মুখ আবদুস সামাদ খোকন। তিনি মান্না ফাউন্ডেশনের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন। তাঁর পরিচালনায় মুক্তি পাওয়া চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘বড় বাড়ির মেয়ে’, ‘শিরি ফরহাদ’, ‘মাটির পুতুল’, ‘ঝিনুক মালা’ ইত্যাদি। তার সর্বশেষ পরিচালিত চলচ্চিত্র বাংলাদেশ সরকারের অনুদানের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’
চলচ্চিত্র পরিচালক এহতেশামের সহকারী হিসেবে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মাটির পুতুল’ ১৯৮১ সালে প্রকাশিত হয়। তিনি দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।