মোঃ ফিরোজ আলম

মোঃ ফিরোজ আলম একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি প্রখ্যাত পরিচালক শহীদুল ইসলাম খোকনের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তার সহকারী হিসেবে ফিরোজ  ‘বিশ্বপ্রেমিক’, ‘ভন্ড’ ও ‘পাগলা ঘন্টা’ ছবিতে কাজ করেন। পূর্ণ পরিচালক হিসেবে ‘চক্কর’ চলচ্চিত্র দিয়ে তার পরিচালনায় অভিষেক হয়।

লিজা

লিজা একজন সঙ্গীতশিল্পী। তিনি ‘আত্মঘাত’, ‘বউয়ের জ্বালা’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন।

তুহিন

তুহিন অভিনীত চলচ্চিত্রগুলো হল ‘মহিলা হোস্টেল’, ‘জাদরেল’, ‘মুসা ভাই’, ‘অস্ত্রধারী রানা’, ‘সন্ত্রাসী ধরো’।

রাণী

অভিনেত্রী রানীর আসল নাম রেজিনা হক। তার জন্ম ১৯৬৮ সালের ১৪ অক্টোবর দিনাজপুরের ঘামিপাড়াতে। রানীর অভিষেক চলচ্চিত্রটি ছিলো গুনী নির্মাতা মোস্তফা আনোয়ার পরিচালিত ‘আঁখি মিলন’ (২৮/১০/১৯৮৩), ছবিটিতে তিনি অভিনয় করেন প্রবীর মিত্রের বিপরীতে, অভিনীত প্রথম ছবিটিই ছিলো সুপারহিট। পরবর্তী কালে একে একে তিনি স্বামীর আদেশ, শাহী খান্দান, অবদান, ছোট বউ, প্রেম লড়াই, পাষান, জীবন দিয়ে ভালোবাসি, বশিরা, ভাগ্যবতী, পরিস্থান, দাগী, সালমা, দেশ দুশমন, মালামাল, দাঙ্গা ফ্যাসাদ, রুবেল আমার নাম সহ আরো অনেক ছবিতে অভিনয় করেন। রানী অভিনয়ের পাশাপাশি ১৯৯৬ সালে ‘বশিরা‘ ছবির মাধ্যমে প্রযোজনাতেও নাম লেখান। ছবিটি ছিলো সে বছরের অন্যতম বড় হিট ছবির একটি। ছবিটিতে তার নায়ক ছিলেন মান্না। বহু সফল ছবির অভিনেত্রী রানী বর্তমানে একেবারেই চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন।

ফিরোজ খান প্রিন্স

ফিরোজ খান প্রিন্স একজন পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ‘প্রেমিকা ছিনতাই’, ‘খুনী বউ’, ‘মাস্তানি’ ছবি পরিচালনা করেছেন। এর পূর্বে তিনি ‘জজ সাহেব’ ও ‘অবুঝ মনের ভালবাসা’ চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

নীলু

শিমুলের সাথে জুটি বেঁধে নীলু শিমুল নামে ছবি পরিচালনা করেন শিমুল। তাদের পরিচালিত প্রথম ছবি অস্ত্রধারী রানা। পরিচালক ফজল আহমেদ বেনজীরের সহকারী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ নীলুর।