News Category:
এ. আর. রহমান
এ. আর. রহমান পরিচালক গাজী জাহাঙ্গীরের ‘মায়ের সম্মান’ ও আজাদ খানের ‘ডেনজার’ ছবিতে সহকারী হিসেবে কাজ করেন। এরপর তিনি পূর্ণ পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে ‘রঙ্গীন চশমা’, ‘সর্দার’ ও ‘এক পলকের দেখা’ চলচ্চিত্র নির্মাণ করেন।
মোহাম্মদ সবুজ খান
মোহম্মদ সবুজ খান ‘গ্রাস’ ছবির সম্পাদনা করেছেন।
কামরুল ইসলাম শুভ
কামরুল ইসলাম শুভ একজন চিত্রগ্রাহক। তিনি ‘গ্রাস’, ‘সিন্ডিকেট’ ও ‘বিউটি সার্কাস’ ছবির চিত্রগ্রহণ করেছেন।