শাহ আলম মন্ডল

চলচ্চিত্রনির্মাতা শাহ আলম মন্ডল ভালোবাসা সীমাহীন চলচ্চিত্র নির্মানের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রথম ছবিতে তিনি পরীমণিকে নায়িকা হিসেবে পর্দায় নিয়ে আসেন এবং ছবিটি প্রশংসিত হয়।  শাহ আলম মণ্ডল চলচ্চিত্রে আসেন ২০১১ সালে নির্ভরশীল পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম খোকন এবং এফআই মানিকের সঙ্গে। অনেক হিট সুপারহিট ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর আত্মপ্রকাশ করেন পরিচালক হিসেবে।

সুমন আহমেদ

সুমন আহমেদ ‘ভন্ড’ ও ‘পাগলা ঘণ্টা’ ছবির সংলাপ লিখেছেন।

তানহা তাসনিয়া

তানহা তাসনিয়া চলচ্চিত্রে আসেন একপ্রকার হুট করেই। অভিনেতা নিরবের ফেসবুক বন্ধু হওয়ার সুবাদে তার মাধ্যমেই তিনি চলচ্চিত্রে অভিনয়ের ডাক পান। ভোলা তো যায় না তারে চলচ্চিত্রের জন্য রফিক শিকদার একজন নতুন মুখ খুঁজছিলেন। নিরবের কাছ থেকে এ সংবাদ পেয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন এবং ছবিতে অভিনয়ের জন্য নির্বাচিত হন। প্রথম ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নিরব। দ্বিতীয় ছবিতেই শাকিব খানের বিপরীতে অভিনয় করে তিনি আলোচনায় আসেন।