মাহিয়ান চৌধুরী

সুন্দরি,মিষ্টি চেহারার অধিকারী, মিশুক নায়িকা মাহিয়ান চৌধুরী। ইবরাহিম মেডিকেল থেকে ডাক্তারি পড়ার পরও এসেছেন মিডিয়া জগতে। র্যাম্প মডেলিং দিয়ে এই জগতে তিনি প্রবেশ করেন ২০১২ সালে। এই সময়ের আগে পরে টালিউডে ভালো কিছু চলচ্চিত্র দেখেই চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আকর্ষন তৈরী হয় তার। এরপরই ”অবাস্তব ভালোবাসা” চলচ্চিত্রটির সাথে যুক্ত হওয়া।

শিরিন শিলা

বাংলা চলচ্চিত্রের এক সম্ভাবনাময়ী নায়িকা শিরিন শিলা। হিটম্যান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

চলচ্চিত্রে অভিনয়ের অনেক আগেই মিডিয়ায় এসেছেন শিলা। ঢাকার ডেমরার মেয়ে শিলা ছোটবেলা থেকেই নাচ শিখেছেন সুরছন্দ ললিতকলা একাডেমিতে। অভিনয় করেছেন শিশুশিল্পী হিসেবে বেশ কিছু নাটকে। এর পর মেগা ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ-এ অভিনয় করেন তিনি। এ ছাড়া হিরো, বনবালা, রঙের সংসার, পণ্ডিতের মেলাসহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এ অভিনেত্রী।

নাচ আর নাটকে অভিনয়ের অভিজ্ঞতা নিয়েই সিনেমায় ভাল কিছু করার স্বপ্ন দেখেন শিলা। স্বপ্ন দেখেন অনেক বড় অভিনেত্রী হওয়ার। স্বপ্ন একদিন পূরণ হবে- এমন আশাবাদও তার মধ্যে প্রচুর।

এ পর্যন্ত শিরিন শিলা অভিনীত বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’ ও ‘মন জানে না মনের ঠিকানা’, ও ‘বেগমজান’। মুক্তির অপেক্ষায় আছে ‘সাহসী যোদ্ধা’ এবং ‘আমার সিদ্ধান্ত’ নামের দুটি ছবি।

শিলার জন্ম তারিখ ২৫ জুন। তিনি সিদ্ধেশ্বরী কলেজে সমাজকর্ম বিষয়ে পড়াশোনা করেছেন।

আলমগীর হোসেন

আলমগীর হোসেন একজন সঙ্গীত পরিচালক। তিনি ‘বউয়ের জ্বালা’, ‘চিনিবিবি’, ও ‘চ্যালেঞ্জের মুখে’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন।

শান্ত

শান্ত (Shanto) বাংলাদেশী চলচ্চিত্রের নবীন অভিনেতা। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অনেক সাধনার পরে’ মুক্তি পেয়েছে।

শান্তর ফেসবুক প্রোফাইল: Hasib Khan Shanto