রওশন আরা নিপা

১৯৯৭ সালে ‘গোধূলির লগন’ নাটকের মাধ্যমে পরিচালনায় আসেন নিপা। এরপর ‘আপন আমার আপন’, ‘বিজয়িনী’, ‘অবাক জলপান’সহ বেশকটি নাটক নির্মাণ করেন তিনি। ‘ঠাকুরমার ঝুলি’ এবং ‘কুয়াশার কণা’ নামে দুটি ধারাবাহিকও নির্মাণ করেছেন তিনি।  তবে নিপা বেশি মনোযোগী ছিলেন প্রামাণ্যচিত্র নির্মাণের প্রতি। দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের নিয়ে ‘চিলড্রেন ইন দ্য হিডেন ওয়ার্ল্ড’ শিরোনামে প্রামাণ্যচিত্র নির্মাণের মাধ্যমে সে যাত্রা শুরু। তিনি ‘জননী’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন।

রওশন আরা নিপার ফেসবুক প্রোফাইল: Rowshon Ara Nipa

রাকিব রানা

রাকিব রানা একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি ‘ছুঁয়ে দিলে মন’ ও ‘আজব ছেলে’ চলচ্চিত্র সম্পাদনা করেছেন।

শিহাব শাহীন

এক্স ফ্যাক্টর টেলিফিল্ম দিয়ে দর্শক নজর কাড়েন নির্মাতা শিহাব শাহীন। পরের বছর তিনি নির্মাণ করেছিলেন এক্স ফ্যাক্টরের দ্বিতীয় পর্ব। এর সাত বছর পর ফিরে আসেন ‘এক্স ফ্যাক্টর-গেইম ওভার’ নিয়ে। এক্স ফ্যাক্টর ছাড়াও তার কিছু জনপ্রিয় নাটক হল ‘রমিজের আয়না’, ‘সে রাতে বৃষ্টি ছিলো’, ‘রুপকথা এখন আর হয় না’, ‘একটি পুরাতন প্রেমের গল্প’ ‘নীলপরী নীলাঞ্জনা’ ইত্যাদি।

তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ দর্শকের মন ছুঁয়ে যায়। নিজের রোমান্টিক গণ্ডি ভেঙ্গে ওয়েব সিরিজ ‘আগষ্ট ১৪’, ‘মরীচিকা’, ‘সিন্ডিকেট’ ও ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ দিয়ে থ্রিলার জনরায়ও কাজ করেছেন।