পলাশ

পলাশ একজন অভিনেতা। তিনি ‘কুসুমপুরের গল্প’ চলচ্চিত্রে অভিনয় করেন।

সরকার নাসরিন টুনটুন

সরকার নাসরিন টুনটুন একজন কস্টিউম ডিজাইনার। তিনি ‘জিরো ডিগ্রি’ ছবির পোশাক পরিকল্পনা করেছেন।

তানিয়া বৃষ্টি

মুন্সীগঞ্জের মেয়ে তানিয়া। হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে এইচএসসি শেষ করে বর্তমানে বিবিএ পড়ছেন। বাবা তাঁর চাকরি সূত্রে অনেক বছর ধরেই প্রবাসে। দুই বোনের মধ্যে তানিয়া ছোট। বড় বোন সোনিয়া আক্তার জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়। তানিয়া নাচ শিখছেন ছোটবেলা থেকেই। অভিনয়ে এসে সেই দক্ষতা কাজে লেগেছে।

সৈয়দ কাশেফ শাহবাজি

সৈয়দ কাশেফ শাহবাজি একজন চিত্রগ্রাহক। তিনি ‘ঘাসফুল’, ‘চন্দ্রাবতী কথা’ ও ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেন।

ফরহাদ রেজা মিলন

ফরহাদ রেজা মিলন একজন রূপসজ্জাকার। তিনি ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির জন্য শ্রেষ্ঠ রূপসজ্জা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।