মোঃ শাহ আলম খান

মোঃ শাহ আলম খান একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি ‘লজ্জা’ ও ‘কথা দাও’ ছবি প্রযোজনা করেছেন।

এস এম শফি

এস এম শফি একজন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি লাহোর ও বোম্বের নির্মাতাদের সাথে কাজ করেন। বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকে সহকারী পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র উর্দু ভাষার ‘ইয়েভি এক কাহানী। তার পরিচালিত প্রথম বাংলা চলচ্চিত্র ‘ছন্দ হারিয়ে গেলো’। এরপর তিনি ‘দি রেইন’, ‘বেদ্বীন’, ‘ডার্লিং’, ‘লাল মেম সাহেব’ চলচ্চিত্র নির্মাণ করেন।

তার জন্ম ১৯৩২ সালের ৭ মে ব্রাহ্মণবাড়িয়ায়। অভিনেত্রী অলিভিয়া তার স্ত্রী।