রেশমা

১৯৬০ সালে ‘জি না ভি মুশকিল’ ছবির মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে রেশমার। তার উল্লেখযোগ্য বাংলা ও উর্দু ছবির মধ্যে রয়েছে ‘কার বউ’, ‘নয়নতারা’, ‘ইন্ধন’, ‘চাঁদ আর চাঁদনি’, ‘সূর্য্য ওঠার আগে’, ‘মেঘের পরে মেঘ’, ‘শেষ উত্তর’ প্রভৃতি।

১৯৬০ সালে রেশমা বেতার ও ভয়েস আমেরিকায় ভয়েস আর্টিস্ট, উপস্থাপক ও সংবাদ পাঠক হিসেবে কর্মজীবন শুরু করেন। সত্তরের দশকে তাঁর ব্যাপক পরিচিতি ঘটে টিভিতে মুনীর চৌধুরী অনূদিত উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘মুখরা রমণী বশীকরণ’ নাটকে মূল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। নাটকটির নির্দেশক ছিলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। অভিনয় করেছেন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘শেষের কবিতা’, ‘বৃত্ত থেকে বৃত্তে’, ‘সাঁকো পেরিয়ে’, ‘দিন বদলের পালা’সহ অনেক আলোচিত নাটকে।

রেশমার পূর্ণনাম আজমেরি জামান। তার জন্ম মুন্সিগঞ্জে। তার স্বামী জামান আলী খান ছিলেন পিটিভির প্রথম প্রযোজক। তার ছোট বোন নাজমা আনোয়ার ও ভাগনি ইশরাত নিশাতও ছিলেন অভিনেত্রী। রেশমা ২০২০ সালের ২০ মে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। তার ছেলে রাহবার খান ও পুত্রবধূ অভিনেত্রী ফারহানা মিঠু।

নজরুল ইসলাম

নজরুল ইসলাম একজন চলচ্চিত্র পরিচালক। তিনি ‘কার বউ’, ‘আপন দুলাল’, ‘আলিবাবা’, ‘স্বর্ণ কমল’, ‘দর্পচূর্ণ’ ও ‘স্বরলিপি’ চলচ্চিত্র পরিচালনা করেছেন।

তিনি ১৯৩৯ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। পরে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি পাকিস্তানের লাহোরে চলে যান। তিনি লাহোরে ১৯৯৪ সালের ১১ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

ওস্তাদ বাহাদুর হোসেন খান

উপমহাদেশের অন্যতম এক সঙ্গীত পরিবারে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা ওস্তাদ বাহাদুর হোসেন খান (Ustad Bahadur Hossain Khan) উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক। তিনি হুমায়ুন কবিরের নদী ও নারী উপন্যাস অবলম্বনে সাদেক খানের পরিচালনায় নদী ও নারী চলচ্চিত্রের অর্কেস্ট্রা পরিচালনা করেন।

ওস্তাদ আবেদ হোসেন খান

উপমহাদেশের প্রখ্যাত সংগীত সাধক ওস্তাদ আবেদ হোসেন খান (Ustad Abed Hossain Khan)। তিনি হুমায়ুন কবিরের নদী ও নারী উপন্যাস অবলম্বনে সাদেক খানের পরিচালনায় নদী ও নারী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন।

হুমায়ুন কবির

বিশ শতকের বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক হুমায়ুন কবির (Humayun Kabir) দুই দফায় ভারতের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার লেখা ‘নদী ও নারী’ উপন্যাস অবলম্বনে সাদেক খান ১৯৬৫ সালে একই নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন।