কেয়া চৌধুরী

কেয়া চৌধুরী একজন অভিনেত্রী। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘নীল নকশা’। এরপর তিনি ‘হিংস্র মানিব’, ‘বাহাদুর মেয়ে’, ‘লাল চোখ’, ‘মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘হাজার বছর ধরে’, ‘জীবন সীমান্তে’, ‘ডেঞ্জার মেয়ে’, ‘নষ্টা মেয়ে’, ‘হত্যাকারী’, ‘প্রেম কয়েদী’, ‘লীলাখেলা’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন।

তার প্রযোজিত চলচ্চিত্র ‘নীল নকশা’ ও ‘রক্তে আমার আগুন’। প্রযোজক এটিএম মাইনুদ্দিন তার স্বামী।

তার জন্ম ১৯৭১ সালের ২ এপ্রিল ভোলার বোরহানউদ্দিনে। তার শিক্ষাগত যোগ্যতা আইএ।

জয়া

জয়া ‘কঠিন প্রতিজ্ঞা’, ‘ঘরের লক্ষ্মী’, ও ‘জানোয়ার’ ছবিতে অভিনয় করেছেন।