বেবী জামান

বেবী জামান (Baby Zaman) ১৯৬৪ সালে কাজী খালেক পরিচালিত ‘মেঘ ভাঙ্গা রোদ’ ছবি াদয়ে অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘কুচবরণ কন্যা’, ‘সুয়োরানী দুয়োরানী’, ‘দুই ভাই’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ও ‘যোগ বিয়োগ’।

বেবী জামানের জন্ম ১৯৩৩ সালে কলকাতায়। তার পারিবারিক নাম চৌধুরী বদরুজ্জামান।

ছবি কৃতজ্ঞতা: দ্য ডেইলি স্টার

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম চৌধুরী বদরুজ্জামান
জন্ম তারিখ জানুয়ারি ২৮, ১৯৩৩
মৃত্যু তারিখ জানুয়ারি ২৫, ২০১৩
জন্মস্থান বর্ধমান, পশ্চিমবঙ্গ।

কর্মপরিধি