ই. আর. খান

ই. আর. খান একজন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি সহকারী হিসেবে এহতেশাম ও মুস্তাফিজের ‘লিও ফিল্মস’-এ যোগ দেন। তিনি এহতেশামের সঙ্গে ‘এদেশ তোমার আমার’ ছবিতে ব্যবস্থাপক ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। পরে তিনি জহির রায়হান, বেবী ইসলাম, সালাহ্উ‌দ্দিন, মুস্তাফিজ, এস এম পারভেজ, সাদেক খান প্রমুখের সঙ্গে প্রধান সহকারী পরিচালক হিসাবে কাজ করেন। ই আর খান পরিচালিত প্রথম ছবি ‘চেনা অচেনা’। তার প্রযোজিত প্রথম ছবি ‘সন্তান’। তিনি মোট ২৬টি ছবি পরিচালনা করেছেন। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলো হল ‘রূপবানের রূপকথা’, ‘সন্তান’, ‘সাধারণ মেয়ে’, ‘দাসী’, ‘মামা ভাগ্নে’, ‘কাঁচের স্বর্গ’, ‘বধু’, ‘সময় কথা বলে’, ‘কোবরা’, ‘ব্যবধান’, ‘তামাশা’।

ই. আর. খানের জন্ম ১৯৩৫ সালে ২১ জুন পুরান ঢাকায়। তার পিতা হাকিম হাবীবুর রহমান। সেন্ট গ্রেগরি স্কুল, মুসলিম হাই স্কুল ও এম এ জিন্নাহ কলেজ থেকে শিক্ষাজীবন শেষে মানসাটা ফিল্মস্ অব বোম্বে লিমিটেডে যোগ দেন। তিনি নানা সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। ঢাকা ক্লাব, ধানমন্ডি লায়ন্স ক্লাব, লায়ন্স ফাউন্ডেশন, রেডক্রিসেন্ট সোসাইটি, ঢাকা সমিতি, ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র প্রযোজক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র প্রদর্শন সমিতি ইত্যাদি বিভিন্ন সংগঠনের তিনি আজীবন সদস্য, সদস্য বা দাতা সদস্য ছিলেন। পরিচালক ভ্রাতৃদ্বয় এহতেশাম ও মুস্তাফিজ তার ভাগ্নে।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম ই. আর. খান
জন্ম তারিখ জুন ২১, ১৯৩৫
জন্মস্থান পুরান ঢাকা