ঝংকার খন্দকারঝংকার খন্দকার একজন সঙ্গীতজ্ঞ। তিনি ‘হরিজন’, ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘ভাগ্য’ প্রভৃতি ছবির সঙ্গীতায়োজন করেছেন। Tweet ব্যক্তিগত তথ্যাবলিপুরো নামঝংকার খন্দকারডাকনামঝংকারকর্মপরিধিগানের সুরসঙ্গীত পরিচালনাসঙ্গীত শিল্পীশুধু তুমিভাগ্য (২০২৩)পলকে পলকে তোমাকে চাই (২০১৮)হরিজন (২০১৪)শুধু তুমিহরিজন (২০১৪)অন্যান্য ব্যক্তি নাদিম-শ্রাবণ রীমা রাকেশনাথ বেলাল মাহমুদ