আমিরুল হক চৌধুরী একজন দর্শকপ্রিয় অভিনেতা এবং পরিচালক। মূলত মঞ্চ এবং টেলিভিশন পর্দায় অভিনয় করলেও তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি কিছু টেলিছবি নির্মান করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে তিনি তার প্রথম টেলিফিল্ম নির্মান করেন। পরবর্তীতে তিনি একজন গণি মিয়া নামের টেলিফিল্মও নির্মান করেন। দুটো টেলিফিল্মেরই চিত্রনাট্য রচনা করেছেন আমিরুল হক চৌধুরী স্বয়ং। তিনি অল্প কিছু বিজ্ঞাপনেও মডেল হয়েছেন।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | আমিরুল হক চৌধুরী |
কর্মপরিধি
- ইনফিনিটি (২০২০, ২০২৩) - বারী (১ম মৌসুম) Web Series
- এক পৃথিবী প্রেম (২০১৬)
- শোভনের স্বাধীনতা (২০১৫) - ময়নার বাবা
- বাঁশি (২০০৮)
- মেঘের কোলে রোদ (২০০৮) - রোদেলার চাচা
- মেড ইন বাংলাদেশ (২০০৭) - গিয়াস উদ্দিন আহেমদ
- নিরন্তর (২০০৬)
- দুই দুয়ারী (২০০১)
- লালসালু (২০০১)
- চিত্রা নদীর পারে (১৯৯৯)
- দুখাই (১৯৯৭)
- চাকা (১৯৯৪)
- পদ্মা নদীর মাঝি (১৯৯৩)