প্রাণ রায়

প্রাণ রায় (Pran Roy) একজন নাট্য অভিনেতা – সাধারণত মঞ্চ এবং টেলিভিশনে অভিনয় করেন। তবে পাশাপাশি তিনি কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

২০০৫ সালে ‘মোল্লা বাড়ীর বউ’ ও ‘লাল সবুজ’ দিয়ে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। এরপর তার উল্লেখযোগ্য কাজ হল হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’, শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ এবং মাসুদ পথিকের ‘মায়া দ্য লস্ট মাদার’। এছাড়া তার অভিনীত কিছু চলচ্চিত্রে মুক্তির অপেক্ষায় আছে।

প্রাণ রায় অভিনীত নাটকগুলোর মধ্যে ‘চোরকাব্য’,  ‘সাত সওদাগর’, ‘কোমল বিবির অতিথিশালা’, ‘প্রতিশোধ’, ‘রঙ্গের দুনিয়া’ অন্যতম। এছাড়াও নোঙ্গরখানা, ইলেকশনের রঙ্গ, ঝুলন্ত বাবুরা ইত্যাদি তার অভিনীত নাটক।

ব্যক্তিজীবনে প্রাণ রায় বিবাহিত, নাট্যকার এবং পরিচালক শাহনেওয়াজ কাকলী তার স্ত্রী।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম প্রাণ রায়
স্বামী/স্ত্রী শাহনেওয়াজ কাকলী