নারায়ণ ঘোষ মিতা

গুণী চলচ্চিত্র পরিচালক নারায়ণ ঘোষ মিতা ষাটের দশকে চলচ্চিত্রে আগমন করেন। তার পরিচালিত চলচ্চিত্রসমূহ হল ‘চাওয়া পাওয়া’, ‘এতটুকু আশা’, ‘নীল আকাশের নিচে’, ‘ক খ গ ঘ ঙ’, ‘দীপ নেভে নাই’, ‘আলোর মিছিল’, ‘লাঠিয়াল‘, ‘অলংকার’, ‘হারানো সুর’। লাঠিয়াল ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আয়োজনে শ্রেষ্ঠ প্রযোজক ও পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম নারায়ণ ঘোষ মিতা
ডাকনাম মিতা

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ পরিচালক লাঠিয়াল
জয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র লাঠিয়াল
জয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র আলোর মিছিল
জয়ী শ্রেষ্ঠ পরিচালক আলোর মিছিল