গোলাম মুর্তজা বাহার একজন চলচ্চিত্র পরিচালক। তিনি মনতাজুর রহমান আকবরের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। তিনি ‘প্রেম দিওয়ানা‘ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এরপর তিনি ‘বাবার আদেশ’, ‘বশিরা’, ‘কুলি’, ‘মগের মুল্লুক’, ‘লাঠি’, ‘ভয়ংকর বিষু’, ‘মেজর সাহেব’, ‘টপ মাস্তান’, ‘বিগ বস’ ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বাঁচাও’।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | গোলাম মুর্তজা বাহার |
ডাকনাম | জি এম বাহার |
জন্ম তারিখ | ডিসেম্বর ৩১, ১৯৫৯ |
মৃত্যু তারিখ | মার্চ ১২, ২০১৩ |
কর্মপরিধি
- ভাইয়ের শত্রু ভাই (২০০৪)
- বস্তির রানী সুরিয়া (২০০৪)
- বৌয়ের সম্মান (২০০৩)
- বিগ বস (২০০৩)
- টপ সম্রাট (২০০৩)
- কঠিন সীমার (২০০৩)
- মাস্তানের উপর মাস্তান (২০০২)
- আরমান (২০০২)
- মেজর সাহেব (২০০২)
- রংবাজ বাদশা (২০০১)
- চেয়ারম্যান (২০০১)
- গুন্ডা নাম্বার ওয়ান (২০০০)
- ভয়ংকর বিষু (১৯৯৯)
- লাঠি (১৯৯৯)
- মগের মুল্লুক (১৯৯৯)
- মনের মত মন (১৯৯৮)
- শান্ত কেন মাস্তান (১৯৯৮)
- কুলি (১৯৯৭)
- বাঘিনী কন্যা (১৯৯৬)
- বশিরা (১৯৯৬)
- বাবার আদেশ (১৯৯৫)