জি এম বাহার

গোলাম মুর্তজা বাহার একজন চলচ্চিত্র পরিচালক। তিনি মনতাজুর রহমান আকবরের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। তিনি ‘প্রেম দিওয়ানা‘ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এরপর তিনি ‘বাবার আদেশ’, ‘বশিরা’, ‘কুলি’, ‘মগের মুল্লুক’, ‘লাঠি’, ‘ভয়ংকর বিষু’, ‘মেজর সাহেব’, ‘টপ মাস্তান’, ‘বিগ বস’ ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বাঁচাও’।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম গোলাম মুর্তজা বাহার
ডাকনাম জি এম বাহার
জন্ম তারিখ ডিসেম্বর ৩১, ১৯৫৯
মৃত্যু তারিখ মার্চ ১২, ২০১৩

কর্মপরিধি