খোরশেদ আলম খসরু

খোরশেদ আলম খসরু একজন প্রযোজক। পাশাপাশি তিনি কয়েকটি ছবিতে ছোট চরিত্রে অভিনয়ও করেছেন। তার প্রযোজিত চলচ্চিত্রগুলো হল ‘জানোয়ার’, ‘১০ নম্বর মহাবিপদ সংকেত’, ‘ভালোবাসার লাল গোলাপ’, ‘হায় প্রেম হায় ভালোবাসা’, ‘বাজাও বিয়ের বাজনা’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ও ‘নয় ছয়’।

খসরুর জন্ম ৬ জুলাই। তিনি চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
মনোনীত শ্রেষ্ঠ কাহিনি গলুই
জয়ী শ্রেষ্ঠ কাহিনি গলুই