১৯৯৭ সালে মৃত্যুর সাথে পাঞ্জা ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন সাংকো পাঞ্জা।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | মাহবুবুল ইসলাম সিদ্দিকী |
ডাকনাম | সাংকো পাঞ্জা |
জন্ম তারিখ | এপ্রিল ২৭, ১৯৬৬ |
জন্মস্থান | মোহনপুর, মতলব, চাঁদপুর। |
কর্মপরিধি
- ভাগ্য (২০২৩)
- তোর মাঝেই আমার প্রেম (২০২২)
- পাসওয়ার্ড (২০১৯)
- ক্রাইম রোড (২০১৭)
- সত্যিকারের মানুষ (২০১৭)
- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ (২০১৬) - দিলদার খান
- কখনো ভুলে যেওনা (২০১৪)
- জান (২০১৪)
- মায়ের মমতা (২০১৪)
- রাজত্ব (২০১৪)
- কি প্রেম দেখাইলা (২০১৩)
- মাই নেম ইজ সুলতান (২০১২)
- ডন নাম্বার ওয়ান (২০১২)
- মনের জ্বালা (২০১১)
- প্রেম কয়েদী (২০০৯)
- জাদরেল সন্তান (২০০৮)
- ওসমান (২০০৭)
- তুফান আমার নাম (২০০৭)
- ক্ষমতার গরম (২০০৭)
- উল্টা পাল্টা (২০০৭)
- অস্ত্রধারী রানা (২০০৭)
- দুর্ধর্ষ (২০০৫)
- ধর মাস্তান (২০০৩)
- কুংফু নায়ক (১৯৯৯)
- লাল বাদশা (১৯৯৯)
- মরণ কামড় (১৯৯৯)
- অবাস্তব ভালোবাসা (নির্মানাধীন)