এম বি মানিক

মুসা ভাই, এক টাকার দেনমোহর, বলো না তুমি আমার প্রভৃতি চলচ্চিত্রের পরিচালক হিসেবে যিনি পরিচিত তিনি এম বি মানিক (M B Manik)। আসল নাম বাহার উদ্দিন বাহার হলেও দ্বিতীয় চলচ্চিত্র পরিচালনার সময় থেকে তিনি এম বি মানিক নাম ব্যবহার শুরু করেন এবং এ নামেই পরিচিতি লাভ করেন।

এম বি মানিক চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে। তন্ময় কথাচিত্র প্রযোজিত এবং আলমগীর কুমকুম পরিচালিত চলচ্চিত্র ‘অপরাজিত নায়ক’ চলচ্চিত্রে ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে তিনি কাজ শুরু করেন। পরবর্তীতে মালেক আফসারী, এনায়েত করিম, বদিউল আলম খোকন, জিল্লুর রহমান প্রভৃতি পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন এম বি মানিক।

মানিকের প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘নূরা পাগলা’। এ চলচ্চিত্রটি তিনি বাহার উদ্দিন বাহার নামে পরিচালনা করেন। পরবর্তী ছবি ‘দুর্ধর্ষ’ পরিচালনার সময় তিনি নাম পরিবর্তন করে এম বি মানিক রাখেন।

২০১২ সালের ৭ ডিসেম্বর তারিখে মানিক বাংলাদেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দেশ ত্যাগের তিন মাস আগে তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘দুর্ধর্ষ প্রেমিক’ মুক্তি পায় এবং লোকসানের সম্মুখীন হয়। পাঁচ বছরের মাল্টিপল ভিসা নিয়ে এম বি মানিক যুক্তরাষ্ট্রে গমন করেন এবং তন্ময় কথাচিত্রের কর্ণধার বাবুল আহমেদের প্রতিষ্ঠানে চাকরী শুরু করেন। তারপর তার ভাগ্নে আনোয়ারের সাথে ফ্লোরিডায় গ্রোসারি শপের ব্যবসা শুরু করেন। ফ্লোরিডায় তার গ্রোসারি শপে অব্স্থানকালেই কিছু নিগ্রো তার দোকানে এসে টাকা চাইতে এসে কথাকাটাকাটির এক পর্যায়ে গুলি করে। দ্রুত হাসপাতালে নেয়া হলেও মানিককে বাঁচানো সম্ভব হয় নি।

এম বি মানিকের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এইচ এ ফিল্ম ইন্টারন্যাশনাল।

পারিবারিক জীবনে মানিক এর স্ত্রী আসমা মানিক এবং তাদের একটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম বাহার উদ্দিন বাহার
ডাকনাম এম বি মানিক
মৃত্যু তারিখ মে ১৫, ২০১৪
জন্মস্থান ফেনী।

অন্যান্য ব্যক্তি