ফটিক

ফটিক একজন রূপসজ্জাকার। তিনি আবদুর রহমানের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ‘গরীবের ওস্তাদ’ চলচ্চিত্রে সহকারী রূপসজ্জাকার হিসেবে কাজ করেন। এরপর তিনি ‘লাট সাহেব’, ‘মন দিয়েছি তোমাকে’, ‘পৃথিবী টাকার গোলাম’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ প্রভৃতি চলচ্চিত্রে রূপসজ্জাকার হিসেবে কাজ করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি