ফটিক

ফটিক একজন রূপসজ্জাকার। তিনি আবদুর রহমানের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ‘বাংলার নায়ক’ ও ‘গরীবের ওস্তাদ’ চলচ্চিত্রে সহকারী রূপসজ্জাকার হিসেবে কাজ করেন। এরপর তিনি ‘লাট সাহেব’, ‘মন দিয়েছি তোমাকে’, ‘পৃথিবী টাকার গোলাম’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ প্রভৃতি চলচ্চিত্রে রূপসজ্জাকার হিসেবে কাজ করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি