সৌমিত্র চট্টোপাধ্যায়

অভিনেতা, আবৃত্তিকার, কবি এসকল একাধিক পরিচয়ে পরিচিত সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি এমনই এক শিল্পী, যাঁর মূল্যায়ন নিয়ে কোনো পণ্ডিতি-তর্ক তোলার অবকাশ রাখে না। বলা হতো সময়ের ধুলা তাঁর আভিজাত্যের সৌন্দর্য স্পর্শ করতে পারে না।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়। তার বাবা ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী। তিনি কৃষ্ণনগরে প্রথম ১০টা বছর কাটিয়েছিলেন। তাঁর দাদার নাটকের দল ছিল। বাড়িতে নাট্যচর্চার পরিবেশ ছিল। ছোটবেলা থেকেই নাটকে অভিনয় শুরু করেন তিনি। কলকাতার সিটি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা শেষ করে সৌমিত্র ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করেন।

সৌমিত্র অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘অশনি সংকেত’, ‘সোনার কেল্লা’, ‘দেবদাস’, ‘নৌকাডুবি’, ‘গণদেবতা’, ‘হীরক রাজার দেশে’, ‘আতঙ্ক’, ‘গণশত্রু’, ‘সাত পাকে বাঁধা’, ‘ক্ষুধিত পাষাণ’, ‘তিন কন্যা’, ‘আগুন’, ‘শাস্তি’, ‘জয় বাবা ফেলুনাথ’ প্রভৃতি। তিনি ‘অনুপ্রবেশ’ নামে একটি বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

১৯৬০ সালে সৌমিত্র বিয়ে করেন দীপা চট্টোপাধ্যায়কে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। মেয়ে পৌলমী চট্টোপাধ্যায় সংস্কৃতি চর্চা করেন।

তিনি ১৫ নভেম্বর ২০২০ তারিখে ভারতীয় সময় ১২টা ১৫ মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতার বেলভিউ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে জানা যায় তিনি কোভিড এনসেফ্যালোপ্যাথির কারণে মারা গেছেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

জন্ম তারিখ জানুয়ারি ১৯, ১৯৩৫
মৃত্যু তারিখ নভেম্বর ১৫, ২০২০
জন্মস্থান নদীয়া জেলা, পশ্চিমবঙ্গ।