চলচ্চিত্র অভিনেত্রী জবা চৌধুরী ‘জিঘাংসা’ ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। এরপর আর তাকে কোন ছবিতে অভিনয় করতে দেখা যায় নি।
জবা চৌধুরীর জন্ম ১৯৪৭ সালে দিনাজপুরের রানীর বন্দর এলাকার গছাহার গ্রামে। তার পারিবারিক নাম জোবায়দা খাতুন। চলচ্চিত্রে আসার পর নাম বদল রে রাখেন জবা চৌধুরী। তার বাবা আফান উদ্দিন ছিলেন একজন নাট্যশিল্পী এবং যাত্রাপালায়ও অভিনয় করতেন। ১৯৬৭ সালে খালাতো ভাইয়ের মাধ্যমে ঢাকায় আসেন তিনি। ঢাকায় বেশ কয়েকটি মঞ্চনাটকে তিনি সে সময় নায়িকা হিসেবে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ‘উদয় নালা’, ‘সিরাজউদ্দৌলা’, ‘টিপু সুলতান’, ‘রক্তাক্ত প্রান্তর’, ‘ঈসা খাঁ’। স্বাধীনতার পর বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক আবু তাহের চৌধুরীর সঙ্গে পরিচয় ঘটে। তারই প্রস্তাবে তার প্রযোজিত এবং ইবনে মিজান পরিচালিত ‘জিঘাংসা’ চলচ্চিত্রে ১৯৭৩ সালে নায়িকা হিসেবে অভিনয় করেন। ১৯৭৪ সালের ২৭ ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। এই ছবিটির আগে তিনি আরও দুটি ছবিতে অভিনয় করেন সেগুলো হল ‘বিচার’ ও ‘ডাকু মনসুর’।