খন্দকার ফারুক আহমেদ (Khandokar Faruque Ahmed) নারায়ণ ঘোষ মিতার ‘চাওয়া পাওয়া’ চলচ্চিত্রে সত্য সাহার সুরে ‘রিক্ত হাতে যারে ফিরিয়ে দিলে’ গানে কণ্ঠ প্রদানের মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | খন্দকার ফারুক আহমেদ |
কর্মপরিধি
- মহানগর (১৯৮১)
- অশিক্ষিত (১৯৭৮)
- অলংকার (১৯৭৮)
- জীবন সাথী (১৯৭৬)
- লাঠিয়াল (১৯৭৫)
- মাল্কা বানু (১৯৭৪)
- পরিচয় (১৯৭৪)
- স্বপ্ন দিয়ে ঘেরা (১৯৭৩)
- ওরা ১১ জন (১৯৭২)
- বাহরাম বাদশাহ (১৯৭২)
- শেষ রাতের তারা (১৯৭১)
- দীপ নেভে নাই (১৯৭০)
- কাঁচ কাটা হীরে (১৯৭০)
- কোথায় যেন দেখেছি (১৯৭০)
- সাধারণ মেয়ে (১৯৭০)
- ছদ্মবেশী (১৯৭০)
- জীবন থেকে নেয়া (১৯৭০)
- মুক্তি (১৯৬৯)
- নীল আকাশের নীচে (১৯৬৯)
- চোরাবালি (১৯৬৮)
- পরশমণি (১৯৬৮)
- এতটুকু আশা (১৯৬৮)
- আবির্ভাব (১৯৬৮)
- চাওয়া পাওয়া (১৯৬৭)