নুসরাত ইমরোজ তিশা

১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া নুসরাত ইমরোজ তিশা’র মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনের মাধ্যমেই। শিশুশিল্পী হিসেবে মূলত গান করতেন। তবে “সাতপেড়ে কাব্য’ নামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে তার পদচারণার শুরু। এরপর ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং-এ পুরোদমে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

২০০৩ সালে অ্যাঞ্জেল ফোর নামে একটি ব্যান্ডদল গঠন করেছিলেন তিশা, কণা, রুমানা ও নাফিজা। এর মধ্যে নাফিজা মৃত্যুর ওপারে চলে গেছেন। গান নিয়ে ব্যস্ত আছে কণা। আর চলচ্চিত্র ও নাটকে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন রুমানা।

তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। এরপর তিনি ‘টেলিভিশন’, ‘অস্তিত্ব’, ‘রানা পাগলা দ্য মেন্টাল’, ‘ডুব’ ও ‘হালদা’ ছবিতে অভিনয় করেন।

তাকে জীবনীনির্ভর ঐতিহাসিক চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’-এ নাম ভূমিকায় ও ‘মুজিব’ চলচ্চিত্রে ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে দেখা যায়।

তিশা ‘অস্তিত্ব’ ও ‘হালদা’ ছবিতে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি টিভি ও চলচ্চিত্রে তার কাজের জন্য ১০টি মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন।

সংসার জীবনে তিশা ২০১০ সালে টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালের ৫ জানুয়ারি রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাদের মেয়ে জন্মগ্রহণ করে। তার নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম নুসরাত ইমরোজ তিশা
ডাকনাম তিশা
জন্মস্থান রাজশাহী
স্বামী/স্ত্রী মোস্তফা সরয়ার ফারুকী

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
মনোনীত শ্রেষ্ঠ অভিনেত্রী মায়াবতী
জয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী হালদা
মনোনীত শ্রেষ্ঠ অভিনেত্রী ফাগুন হাওয়ায়
জয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী অস্তিত্ব