নজমুল হুদা মিন্টু

নজমুল হুদা মিন্টু একজন চলচ্চিত্র পরিচালক। তিনি ‘সূর্য্য ওঠার আগে’ ছবি দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। তিনি ‘চৌধুরী বাড়ী’, ‘ডাক পিয়ন’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘দিনের পর দিন’, ‘সংঘর্ষ’, ‘মধুমালতি’, ‘ঘরে বাইরে’ ছবি নির্মাণ করে প্রশংসিত হন। নায়িকা মৌসুমীকে নিয়ে ‘মৌসুমী’ নামে একটি চলচ্চিত্রও নির্মাণ করেন।

চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠকও ছিলেন। তিনি ১৯৮৯-৯০ সালে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দীর্ঘদিন কার্যকরী পরিষদের সদস্য হিসেবে কাজ করেছেন।

মিন্টু ২০১৯ সালের ২ জুন লন্ডনে মৃতুবরণ করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম নজমুল হুদা মিন্টু
মৃত্যু তারিখ জুন ২, ২০১৯