মমতাজ আলী

মমতাজ আলী একজন চলচ্চিত্র পরিচালক। তিনি বোম্বেতে প্রশিক্ষণ লাভ করে এ জে কারদারের সহকারী হিসেবে কর্মজীবনের শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নতুন নামে ডাকো’ (১৯৬৯)। এরপর তিনি ‘নতুন ফুলের গন্ধ’, ‘রক্তাক্ত বাংলা’, ‘সোনার খেলনা’, ‘কে আসল কে নকল’, ‘ঈমান’, ‘কুদরত’, ‘নালিশ’, ‘নসীব’, ‘উসিলা’, ‘নিয়ত’, ‘কারণ’, ‘নতিজা’ চলচ্চিত্র পরিচালনা করেছেন।

তার জন্ম ১৯৩৭ সালের ১৬ জানুয়ারি ঢাকায়। তিনি ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মমতাজ আলী
জন্ম তারিখ জানুয়ারি ১৬, ১৯৩৭
জন্মস্থান ঢাকা