শবনম বুবলী

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে আসেন বুবলী। কোনদিন অভিনয় করেন নি – না মঞ্চে, না ছোটপর্দায়। কিন্তু সেই শবনম বুবলী যখন চলচ্চিত্রে পদার্পন করলেন তখন সাড়া পড়ে গেল চারদিকে।


বিএমডিবি-তে শবনম বুবলি সংক্রান্ত সকল সংবাদ পড়ুন এখানে


বুবলীর চলচ্চিত্র জীবন শুরু হয় শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে। যে চরিত্রে অভিনয়ের জন্য অপু বিশ্বাসের কথাই শোনা যাচ্ছিল সবচে’ বেশি। কিন্তু অপু বিশ্বাস সরে গেলে সে জায়গায় পূর্ণিমা, মাহিয়া মাহি, নুসরাত ইমরোজ তিশা এমনকি কলকাতার কোয়েল মল্লিকের নামও শোনা যাচ্ছিল। কিন্তু সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি ‘বসগিরি’ চলচ্চিত্রের নায়িকা হিসেবে চলচ্চিত্রপ্রেমীদের সামনে উপস্থিত হন।

শবনম বুবলীর জন্ম তারিখ ২০ নভেম্বর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। সংস্কৃতিমনা পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। বুবলির দুই বোনের একজন কণ্ঠশিল্পী নাজনীন মিমি। অন্যজন শারমিন সুইটি কাজ করছেন একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা হিসেবে।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শবনম ইয়াসমিন বুবলী
ডাকনাম বুবলী
জন্মস্থান সোনাইমুড়ি, নোয়াখালী।

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী প্রহেলিকা
মনোনীত শ্রেষ্ঠ অভিনেত্রী (ওয়েব ফিল্ম) টান
জয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী বীর
জয়ী আইকনিক ফিল্ম স্টার
জয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী বসগিরি
জয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী বসগিরি