বাংলাদেশী চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে নায়িকা হয়েছেন এমন ব্যক্তি হাতে গোনা। প্রিয়াংকা (Priyanka) তাদের মধ্যে অন্যতম। শিবলী সাদিক পরিচালিত ত্যাগ ছবিতে প্রিয়াংকা অভিনয় করেছিলেন। তখন তার নাম ছিল পপি। কিন্তু পরবর্তীতে পপি নামে একজন নায়িকার আবির্ভাবের পর তিনি প্রিয়াংকা নামে নায়িকা হিসেবে অভিনয় করেন অবুঝ বউ চলচ্চিত্রে।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
ব্যক্তিগত তথ্যাবলি
ডাকনাম | প্রিয়াংকা |
কর্মপরিধি
- পৌষ মাসের পিরীত (২০১৬)
- প্রেম কি অপরাধ (২০১৪)
- প্রেম বিষাদ (২০১০)
- অবুঝ বউ (২০১০)
- জীবনের চেয়ে দামী (২০০৭)
- শুধু তোমারি (১৯৯৫) - কিশোরী রূপা (শিশু শিল্পী)
- ত্যাগ (১৯৯৩) - মিতু