নীনা হামিদ

বাংলা লোক সঙ্গীতের প্রখ্যাত শিল্পী নীনা হামিদ। তার পারিবারিক নাম নীনা খান। তার গাওয়া ‘রূপবান পালা’র উপর নির্ভর করে নির্মিত হয় ফোক-ফ্যান্টাসিধর্মী চলচ্চিত্র ‘রূপবান’। ছবিটি সেসময়ে ব্যাপক সারা ফেলে। এই পালার “ও দাইমা কিসের বাদ্য বাজে গো”“শোন তাজেল গো”“সাগর কূলের নাইয়া” গানগুলো জনপ্রিয় হয়েছিল।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম নীনা খান