ওয়াজেদ আলী বাবলু

ওয়াজেদ আলী বাবলু একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি পরিচালক দিলীপ সোমের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। দিলীপের সহকারী হিসেবে তিনি ‘দোলা‘ ছবিতে কাজ করেছেন। এছাড়া তিনি জাকির হোসেন রাজুর প্রধান সহকারী হিসেবে ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ ছবিতে কাজ করেছেন।

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘এ দেশ কার!’। এরপর তিনি ‘রাজধানীর রাজা’ ছবি পরিচালনা করেছেন।

তার জন্ম ১৯৬৬ সালের ১ এপ্রিল রাজশাহীর পুটিয়ায়। তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম ওয়াজেদ আলী বাবলু
জন্ম তারিখ এপ্রিল ১, ১৯৬৬
জন্মস্থান পুটিয়া, রাজশাহী