তোজাম্মেল হক বকুল

তোজাম্মেল হক বকুল বাংলা চলচ্চিত্রের একটি অবিস্মরনীয় নাম। যে নামের সাথে জড়িয়ে আছে একটি ইতিহাস। সেই ইতিহাসের কথা অনেকেরই জানা। সেই ইতিহাসের নাম “বেদের মেয়ে জােছনা”! এটি ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্রের সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্রের রেকর্ড ধরে রেখেছিল। এই ইতিহাস সৃষ্টিকারী চিত্রপরিচালকের হাতেখড়ি ছিলো আরেক বরেন্যে চিত্রপরিচালক আব্দুল্লাহ আল মামুনের সহকারী হিসেবে কাজ করেছেন ‘সারেং বউ’ চলচ্চিত্রে। এরপর সহকারী হিসেবে হাত পাকিয়েছেন বরেন্য অন্যান্য পরিচালকের সাথে। তবে চলচ্চিত্রে আগমন হয়েছিল পরিচালক আবদুস সামাদ খোকনের সহযোগিতায়।

তার নির্মিত চলচ্চিত্রগুলো হল ‘আব্দুল্লাহ’, ‘রাখাল রাজা’, ‘গরীবের বিচার নাই’। তার সর্বশেষ চলচ্চিত্র ‘নাচনেওয়ালী’। তিনি ‘কতো ধানে কতো চাল’ নামে একটি চলচ্চিত্রের কাজ শুরু করলেও শেষ করে যেতে পারেন নি।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম তোজাম্মেল হক বকুল
ডাকনাম বকুল
জন্ম তারিখ ডিসেম্বর ১৩, ১৯৫৮
মৃত্যু তারিখ মে ২, ২০০৪
জন্মস্থান সিমলা, সিরাজগঞ্জ