শেখ নিয়ামত আলী

শেখ নিয়ামত আলী (Sk Niamat Ali) একজন চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র সংসদ কর্মী। ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়েই চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত হন। পরবর্তীতে ঢাকায় এসে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তার প্রথম চলচ্চিত্র সূর্য দীঘল বাড়ি মসিহউদ্দিন শাকেরের সাথে যৌথ পরিচালনায় নির্মিত।

পরবর্তীতে তিনি আরও চলচ্চিত্র পরিচালনা করেন। অনেকগুলো প্রামাণ্যচিত্র এবং ধারাবাহিক টিভি নাটকও পরিচালনা করেন তিনি। চলচ্চিত্র পরিচালনার জন্য দেশী বিদেশী প্রায় ৬০টি পুরস্কার অর্জন করার সৌভাগ্য লাভ করেন শেখ নিয়ামত আলী।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শেখ নিয়ামত আলী
জন্ম তারিখ এপ্রিল ৩০, ১৯৪০
মৃত্যু তারিখ নভেম্বর ২৪, ২০০৩
জন্মস্থান চব্বিশ পরগনা, ভারত। পৈতৃকবাড়ি বাগেরহাট।

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ পরিচালক সূর্য দীঘল বাড়ী
জয়ী শ্রেষ্ঠ চিত্রনাট্যকার সূর্য দীঘল বাড়ী