সাইদুল আনাম টুটুল

সাইদুল আনাম টুটুল একজন বরেণ্য চলচ্চিত্র সম্পাদক এবং নাট্য ও চলচ্চিত্র নির্মাতা। তিনি চলচ্চিত্র সম্পাদক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সালের ‘সূর্য দীঘল বাড়ী’ ছবির জন্য শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’ এবং নিজের পরিচালিত ‘আধিয়ার’ ছবির সম্পাদনা করেন। ‘আধিয়ার’ তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। তিনি ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ ছবিটি পরিচালনা করছিলেন।

টুটুলের জন্ম ১৯৫০ সালের ১ এপ্রিল পুরোনো ঢাকায়। তিনি ঢাকা সরকারি মুসলিম স্কুল থেকে ১৯৬৭ সালে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে ১৯৭১ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৭৪ সালে ভারতের আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতের পুনায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে চলচ্চিত্র সম্পাদনার ওপর অধ্যয়ন করতে যান। চলচ্চিত্র সম্পাদনার ওপর পড়াশোনা শেষ করে তিনি ১৯৭৮ সালে বাংলাদেশে ফিরে আসেন।

সাইদুল আনাম টুটুল ডিরেক্টরস গিল্ডের প্রথম সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য। বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, বিভিন্ন চলচ্চিত্র সংসদের আয়োজনে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ও চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কর্মশালায় তিনি চলচ্চিত্র ভাষা ও চলচ্চিত্র সম্পাদনা বিষয়ে পাঠদান করতেন।

তার স্ত্রী মোবাশ্বেরা খানম। তার দুই মেয়ে ঐশী আনাম ও অমৃতা আনাম। আনাম হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর ৬৮ বছর বয়সে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম সাইদুল আনাম খান টুটুল
ডাকনাম টুটুল
জন্ম তারিখ এপ্রিল ১, ১৯৫০
মৃত্যু তারিখ ডিসেম্বর ১৮, ২০১৮
জন্মস্থান পুরোনো ঢাকা

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ সম্পাদক সূর্য দীঘল বাড়ী