ডি. এন. মজুমদার

দেবনাথ মজুমদার একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি আবু মুসা দেবুর সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তার সম্পাদিত প্রথম চলচ্চিত্র ‘সমাপ্তি’। এরপর তিনি ‘রূপবানের রূপকথা’, ‘সূর্য্য উঠার আগে’, ‘স্মৃতিটুকু থাক’, ‘নতুন বউ’, ‘কাঁচের স্বর্গ’, ‘রং বদলায়’, ‘হাবা হাসমত’, ‘এখানে আকাশ নীল’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘দায়ী কে’, ‘বউ হব’, ‘হিংসার পতন’, ‘তোমার জন্য পাগল’ প্রভৃতি চলচ্চিত্র সম্পাদনা করেছেন।

তার জন্ম ১৯৪৫ সালের ১০ অক্টোবর কুষ্টিয়ার থানাপাড়াতে। চিত্রনায়িকা সুজাতা তার ছোট বোন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম দেবনাথ মজুমদার
জন্ম তারিখ অক্টোবর ১০, ১৯৪৫
জন্মস্থান থানাপাড়া, কুষ্টিয়া
ভাই-বোন সুজাতা