ববি হক

ইয়ামিন হক ববি (Bobby) ২০১১ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগীতা অনুষ্ঠানে “মিস এশিয়া প্যাসিফিক” নামে একটি পুরস্কার জিতে চলচ্চিত্রে আগমন করেন। তিনি ‘খোঁজ দ্য সার্চ’ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন।

তিনি ২০১৩ সালে ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’, মালেক আফসারীর ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও রাজু চৌধুরীর ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ছবিতে অভিনয় করেন। পরে তিনি ‘স্বপ্ন ছোয়া’, ‘সালাম মালয়েশিয়া’, এবং ‘আই ডোন্ট কেয়ার’। এছাড়া ‘অ্যাকশন জেসমিন’ ছবিতে তাকে দ্বৈত চরিত্রে এবং শাকিব খানের প্রযোজিত প্রথম ছবি ‘হিরো দ্য সুপার স্টার’ ছবিতে দেখা যায়।

২০১৮ সালে তিনি প্রযোজনায় নাম লেখান এবং তার নিজের প্রযোজিত নারী সুপারহিরো ভিত্তিক ছবি ‘বিজলী’তে অভিনয় করেন। পরের বছর তিনি শাকিব খানের বিপরীতে ‘নোলক’ ছবিতে অভিনয় করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম ইয়ামিন হক ববি
ডাকনাম ববি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী আইকনিক ফিল্ম স্টার
মনোনীত শ্রেষ্ঠ অভিনেত্রী অ্যাকশন জেসমিন
জয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী নোলক
মনোনীত শ্রেষ্ঠ অভিনেত্রী নোলক