মনোয়ার খোকন

মনোয়ার খোকন একজন পরিচালক ও চিত্রনাট্যকার। ১৯৯২ সালে ‘লক্ষ্মীর সংসার’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক ঘটে মনোয়ার খোকনের। এরপর তিনি ‘স্বামী কেন আসামি’ ও ‘মেয়ারাও মানুষ’ ছবি নির্মাণ করে ব্যাপক সাফল্য পান।

মনোয়ার খোকন পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে – ‘সংসারের সুখ-দু:খ’, ‘ঘাত প্রতিঘাত’, ‘এক‌টি সংসারের গল্প’, ‘স্বপ্নের পুরুষ’, ‘সত্য মিথ্যার লড়াই’, ‘খুনি শিকদার’, ‘কসম বাংলার মা‌টি’, ‘মা‌য়ের হাতের বালা’, ‘জিদ্দি’, ‘ব্যাডসান’, ‘হৃদয় আমার নাম’, ‘পাওয়ার’, ও ‘বাংলাদেশী’। তার সর্বশেষ পরিচালিত ছবি ‘বাংলা ভাই’।

তিনি ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মনোয়ার খোকন
মৃত্যু তারিখ ফেব্রুয়ারি ৭, ২০২১

কর্মপরিধি