পরিচালক দীলিপ সোমের সহকারী হিসেবে বাবুল রেজা চলচ্চিত্রে তার কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত ছবিগুলো হল ‘ওদের ধর’, ‘ওপেন চ্যালেঞ্জ’, ‘চারিদিকে হাঙ্গামা’, ‘সমাজের শত্রু’, ‘সেভেন মার্ডার’, ‘স্পট ডেড’, ‘কঠোর’, ‘এক পায়ে নূপুর’ ও ‘কুমারী মা’।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | বাবুল রেজা |
জন্ম তারিখ | ডিসেম্বর ২১, ১৯৬৩ |
জন্মস্থান | ঢাকা। |
কর্মপরিধি
- মাকড়সার জাল (চিত্রনাট্য)
- হাতিয়ার (সংলাপ, কাহিনী)
- পারলে ঠেকাও (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- গরীবের অহংকার (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- শিবা গুন্ডা (সংলাপ, কাহিনী)
- ওপেন চ্যালেঞ্জ (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- সমাজের শত্রু (চিত্রনাট্য)
- সেভেন মার্ডার (চিত্রনাট্য, কাহিনী)
- ডাকু ফুলন (চিত্রনাট্য, কাহিনী)
- স্পট ডেড (চিত্রনাট্য)
- কঠোর (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- ওদের ধর (চিত্রনাট্য, সংলাপ)
- কুমারী মা ()
- এক পায়ে নূপুর (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)