এফ আই মানিক

এফ আই মানিক একজন চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল – ‘স্বপ্নের বাসর’, ‘দুই বধূ এক স্বামী’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘পিতার আসন’, ‘আমাদের ছোট সাহেব’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘মাই নেম ইজ সুলতান’ প্রভৃতি।

তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাহী কমিটির ২০১১-১২ সেশনের মহাসচিব।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম ফখরুল ইসলাম মানিক
ডাকনাম এফ আই মানিক
জন্ম তারিখ ফেব্রুয়ারি ৫, ১৯৫৯
জন্মস্থান মধুপুর, রায়পুর, লক্ষীপুর।

কর্মপরিধি