আলাউদ্দিন আলাল

আলাউদ্দিন আলাল একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি চিত্রসম্পাদক ফজলে হকের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। তিনি ‘বাংলার নায়ক’ ছবিতে আমিনুল ইসলাম মিন্টুর প্রধান সহকারী হিসেবে কাজ করেন। তার সম্পাদিত প্রথম চলচ্চিত্র ‘হত্যা’। এরপর তিনি ‘বালিকা হলো বধূ’, ‘জীবন সংসার’, ‘মধু পূর্ণিমা’, ‘ময়দান’, ‘ময়না মতির সংসার’ চলচ্চিত্র সম্পাদনা করেছেন।

আলালের জন্ম ১৯৬৩ সালের ৫ জুন খুলনা শহরে।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম আলাউদ্দিন আলাল
জন্ম তারিখ জুন ৫, ১৯৬৩
জন্মস্থান খুলনা

কর্মপরিধি