‘ওরা কারা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন শায়লা। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘নষ্টা মেয়ে’। তার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে ‘সর্দার’, ‘ফুটপাতের শাহেনশাহ’, ‘জ্বলন্ত নারী’, ‘ছিন্ন ভিন্ন’, ‘তেজী মেয়ে’, ‘যৌথ হামলা’ ইত্যাদি উল্লেখযোগ্য। তাকে আলেকজান্ডার বো, অমিত হাসান, মেহেদী, সোহেলদের বিপরীতে অভিনয় করতে দেখা যায়।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | শাহরিয়া ইসলাম চম্পা |
ডাকনাম | শায়লা |
জন্ম তারিখ | জুন ১৮, ১৯৯০ |
জন্মস্থান | কুমিল্লা। পৈতৃকবাড়ি ভাঙ্গা, ফরিদপুর। |
কর্মপরিধি
- নিষিদ্ধ রাস্তা (২০১১)
- পাপের প্রায়শ্চিত্ত (২০১১)
- ফুটপাথের শাহেনশাহ (২০০৯)
- নাজেহাল (২০০৮)
- চারিদিকে অন্ধকার (২০০৭)
- কুখ্যাত নুরু (২০০৭)
- দুশমন খতম (২০০৭)
- বিদ্রোহী রাজা (২০০৭)
- দুই মাস্তান (২০০৭)
- ওরা অগ্নিকন্যা (২০০৭)
- মারদাঙ্গা (২০০৭)
- তেজী মেয়ে (২০০৭)
- বাবু খুনী (২০০৭)
- ধোকা (২০০৭) - ঈশিতা
- চ্যালেঞ্জের মুখে (২০০৭)
- বাদশা ভাই এল এল বি (২০০৭)
- সর্দার (২০০৬)
- নিষ্পাপ কয়েদী (২০০৬)
- বাদশা গুন্ডা (২০০৬)
- ছিন্ন ভিন্ন (২০০৬)
- দুর্ধর্ষ কোপা (২০০৫)
- ওরা কারা (২০০৫)
- নষ্টা মেয়ে (২০০৫)
- অন্ধকারে রাজনীতি (২০০৪)