বাংলাদেশি চলচ্চিত্রে হাতে গোনা খলনায়িকাদের অন্যতম নাগমা। ১৯৯০ সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। ১৯৯৪ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি কামরুজ্জামান পরিচালিত ‘খুনের বদলা’। এরপর দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন।
নাগমা খলনায়িকা হিসেবে অসংখ্য ছবিতে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘স্বামী কেন আসামী’, ‘মেয়েরাও মানুষ’, ‘আখেরী জবাব’, ‘সাহেব নামে গোলাম’, ‘আসামী গ্রেফতার’, ‘স্বামী হারা সুন্দরী’, ‘বিষে ভরা নাগিন’, ‘ডাইনী বুড়ি’, ‘খুনের বদলা’, ‘শক্তির লড়াই’ ইত্যাদি।
মাত্র চল্লিশ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন খল চরিত্রের অভিনেত্রী নাগমা । মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে যান। তাকে ইব্রাহিমপুর কবরস্থানে দাফন করা হয়।