শাবনাজ

নব্বই দশকের বাংলা চলচ্চিত্র, এমনকি সার্বিক বিচারে বাংলা চলচ্চিত্র যাদের কাছে ঋণী তাদের অন্যতম শাবনাজ। বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা রোমান্টিক এ জুটি শাবনাজ-নাঈম বাংলা সিনেমাকে নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়।

গত শতকের নব্বইয়ের দশকের শুরুতে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন শাবনাজ। একই ছবিতে অভিষিক্ত হন চিত্রনায়ক নাঈম।  প্রথম ছবিতেই জুটি হিসেবে ব্যাপক সাড়া ফেলেন নাঈম-শাবনাজ। এরপর জুটি হিসেবে তারা অভিনয় করেন লাভ, চোখে চোখে, দিল, টাকার অহংকার, ঘরে ঘরে যুদ্ধ, সোনিয়া ও অনুতপ্তসহ আরও বেশ কয়েকটি ছবি। প্রায় বিশটির মত ছবিতে এই জুটি অভিনয় করেন। প্রতিটি ছবিই হয় জনপ্রিয় ও ব্যবসাসফল। বলা হয়, শাবনাজ-নাঈমের দেখানো পথ ধরেই আগমন সালমান শাহ, মৌসুমী ও শাবনূরের মতো মহাতারকার।

চলচ্চিত্রের পর্দা থেকে বাস্তবেও এই জুটি সফলতা লাভ করে। ক্যারিয়ার মধ্যগগণে থাকার সময় ১৯৯৬ সালে নাঈমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাবনাজ। বিয়ের পরে ধীরে ধীরে চলচ্চিত্র থেকে বিদায় নেন দুজনেই। সংসার জীবনের বাইরে নাঈম-শাবনাজ দুজনেই বর্তমানে ধর্ম-কর্মে মন দিয়েছেন। নিয়মিত নামাজ-রোজাসহ সব ধর্মীয় অনুশাসন মেনে চলেন তারা। মাঝে-মধ্যে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে হাজির হলেও সংবাদ মাধ্যমেক এড়িয়ে চলেন তারা।

শাবনাজ-নাঈম দম্পত্তির দুটি কন্যা সন্তান রয়েছে, তাদের একজন নামিরা নাঈম।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম সাবরিনা তানিয়া
ডাকনাম শাবনাজ
জন্মস্থান বিক্রমপুর।