নিরব হোসেন

নিরব র‌্যাম্প মডেল দিয়ে বিনোদন জগতে পা রাখেন। এরপর তিনি টিভি নাটকে অভিনয় শুরু করেন। সেখান থেকে চলচ্চিত্রে ডাক পান নিরব। ২০০৯ সালে পরিচালক শাহীন-সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’ ছবি দিয়ে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন।

নিরব পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে। তার স্ত্রী তাশফিয়া তাহের চৌধুরী। তাদের এক কন্যা রয়েছে।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মোঃ শাখাওয়াত হোসেন নিরব
ডাকনাম নিরব

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
মনোনীত শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) আব্বাস