লিটু আনাম

লিটু আনাম বাংলাদেশের একজন অতি পরিচিত মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। নব্বইয়ের দশকের শেষের দিকে ১৯৯৮ সালে শমী কায়সারের বিপরীতে মোহন খানের পরিচালনায় ‘দূরে কোথাও’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিনয় শুরু করেন লিটু আনাম। তার অভিনীত নাটকের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার।

লিটু আনাম অভিনয় শুরু করেছিলেন বাল্যকালে। স্কুলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি নাটকে অভিনয় করে প্রশংসিত হন এবং প্রথম পুরস্কার অর্জন করেন। ঠাকুরগাঁও-এ শৈশব কৈশোর কাটানো লিটু আনাম সেখানে একটি থিয়েটার দলও গঠন করেছিলেন। পরবর্তীতে ১৯৮৯ সালে ঢাকায় এসে তিনি ঢাকা থিয়েটার-এ যোগ দেন। ১৯৯১ সালে হুমায়ূন ফরিদীর নির্দেশনায় মঞ্চ নাটক ‘ভূত’ এ তিনি প্রথম অভিনয় করেন।

লিটু আনাম বিয়ে করেছেন ডঃ ইনামুল হক এবং লাকি ইনামের বড় কন্যা হৃদি হককে। অভিনেতা সাজু খাদেম সম্পর্কে লিটু আনামের ভায়রা ভাই।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম লিটু আনাম
জন্মস্থান ঠাকুরগাঁও