আফসানা মিমি একসময়ের টেলিভিশনের পর্দা কাঁপানো অভিনেত্রী। পরবর্তীতে তিনি নাটক পরিচালনা শুরু করেন। মুহাম্মদ জাফর ইকবালের ক্যাম্প উপন্যাস অবলম্বনে তিনি রান চলচ্চিত্রের কাজ শুরু করলেও শেষ করতে পারেন নি।
ব্যতিক্রমী নামের একটি নাট্য দলে কাজ করার সময় আফসানা মিমির সাথে নাট্যরচয়িতা, পরিচালক এবং অভিনেতা গাজী রাকায়েতের পরিচয় হয়। পরবর্তীতে দুজন একসাথে চলে আসেন নাগরিক নাট্য সম্প্রদায়ে। একসময় সখ্যতা গড়ে ওঠে তাদের মধ্যে। তারপর প্রেম-বিয়ে। কিন্তু বেশীদিন স্থায়ী হয় নি তাদের সম্পর্ক। ১৯৯৬ সালে সে সংসার ভেঙ্গে যায়। তারপর আফসানা মিমি আর বিয়ে করেন নি।
২০০৪ সালের জানুয়ারী মাসে অভিনেত্রী-সঙ্গীতশিল্পী শম্পা রেজার ভাই আজম রেজার স্ত্রী জয়ন্তী রেজা হত্যাকান্ডে আফসানা মিমির সাথে আজম রেজার অবৈধ সম্পর্ক প্রধান কারণ হিসেবে উঠে আসলে ব্যাপক আলোচনা তৈরী হয়। অবশ্য, শেষ পর্যন্ত আজম রেজা দোষী প্রমাণিত হয়ে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত হলেও (পরবর্তীতে রাষ্ট্রপতি কর্তৃক দন্ড মওকুফ করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত) আফসানা মিমিকে অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়।