আজাদ আবুল কালাম (Azad Abul Kalam) একজন নাটকের মানুষ। মঞ্চনাটক থেকে শুরু করে টিভি নাটক, রচনা থেকে শুরু করে অভিনয়, পরিচালনা ইত্যাদি পর্যন্ত বিস্তৃত তার কর্মজগত। উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায়ই মঞ্চ নাটকের সাথে জড়িত হয়ে পড়েন। আরণ্যকের নাটক ‘নানকার পালা’-তে অভিনেতা শামসুল আলম বকুলের অনুপস্থিতিতে তার চরিত্রে অভিনয় করেন আজাদ আবুল কালাম। তারপর থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।
জীবিকার তাড়নায় সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি নাটক রচনার কাজও শুরু করেন। মঞ্চে অভিনয় করলেও টিভি নাটকের প্রতি উন্নাসিকতা ছিল তার। ১৯৯৫ সালে মামুনুর রশীদ পরিচালিত প্যাকেজ নাটক ‘বিশ্বাস’ এ অভিনয় করেন তিনি এবং প্রথম নাটকেই আলোড়ন তুলতে সক্ষম হন। অর্থনৈতিক সংকট-ই তাকে টিভি নাটকে অভিনয় করতে উৎসাহিত করেছিল, ‘বিশ্বাস’ নাটকের মাধ্যমে তিনি বিশ্বাস করা শুরু করেন – অভিনয় করেও টাকা উপার্জন করা যায়।
কিত্তনখোলা আজাদ আবুল কালাম অভিনীত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রে তিনি অনিয়মিত অভিনেতা – মঞ্চ এবং টেলিভিশনেই সাধারণত কাজ করেন তিনি।