হারুন রশিদ

মুসাফির চলচ্চিত্রে বান্টি ভাই চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেতা হারুন রশিদ। তবে মুসাফির তার প্রথম অভিনীত চলচ্চিত্র নয়। এর আগে তিনি নাটক, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। পেশাগত জীবনে তিনি ফাহিম মিউজিকে মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছেন।

হারুন রশিদ অভিনয়ে আসেন ফাহিম মিউজিকে কাজের সূত্রেই। ছেলেবেলায় উদাসীন প্রকৃতির ছেলে হারুন রশিদ খুব বেশিদূর পড়াশোনা করেন নি। মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন তিনি। ১৯৯০ সালে স্টেডিয়াম মার্কেটে অডিও সিডির একটি দোকানে চাকরী শুরু করার মাধ্যমে ক্যারিয়ার জীবন শুরু করেন তিনি। পরবর্তীতে একটি গ্রাফিক্স হাউজে চাকরী করেন। ফাহিম মিউজিকে কাজ শুরু করার পর তিনি অভিনয়ের সুযোগ পান। নির্মাতা ইশতিয়াক রুমেলের প্রস্তাবে ‘হতেও পারে নাও পারে’ শিরোনামের নাটকে তিনি সর্বপ্রথম অভিনয় করেন। এ পর্যন্ত তিনি প্রায় সত্তরটি নাটক, চৌদ্দটি বিজ্ঞাপন এবং তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

হারুন রশিদের ফেসবুক প্রোফাইল: Harun Rashid

তথ্যসূত্র:
১. বিডিটুডে
২. এই বার্তা

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম হারুন রশিদ